শিল্পের বার্তা নিয়ে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, দেখা করবেন শরদ-উদ্ধবের সঙ্গেও 

মঙ্গলবার মুম্বই রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত শিল্পের বার্তা নিয়ে মহারাষ্ট্র গেলেও, জানা গিয়েছে রাজনৈতিক ভাবেও তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরে রাজ্যের মুখ্যসচিব এবং শিল্প সচিবও রয়েছেন। 

তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাঁর সরকারের প্রধান লক্ষ্য শিল্পে রাজ্যকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করছেন অনেকে। মুম্বই সফরে একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করতে পারেন মমতা ব্যানার্জি। রাজ্যে আসন্ন শিল্প সম্মেলনে শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী। 

এদিকে,পর্যবেক্ষকদের একাংশের মতে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তৃণমূল নেত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুম্বই সফরে উদ্ধব ঠাকরে এবং বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা। ২০২৪ এর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই বৈঠক জাতীয় রাজনীতিতে নতুন কোনও মোদী বিরোধী জোট বার্তা উস্কে দেয় কিনা এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।    

 

Comments are closed.