‘সর্বজয়া’, ‘যমুনা’ কে হারিয়ে TRP তালিকায় একলাফে বাজিমাত ‘খুকুমণি হোম ডেলিভারি’র! শনি নাচছে ‘মিঠাই’এর কপালে, এক নাগাড়ে ৩৫ সপ্তাহ ফার্স্ট গার্ল ‘মিঠাই’
এক সপ্তাহ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। যেখানে বাংলা ধারাবাহিকের দর্শকরা দেখে নিতে পারবেন তাদের প্রিয় সিরিয়ালগুলির সাপ্তাহিক ফলাফল পাশাপাশি এই সপ্তাহের টিআরপি তালিকাতে রয়েছে এক অপ্রত্যাশিত বড় চমক যা দেখে হতবাক হয়ে গিয়েছেন দর্শকরা।
কারণ ‘সর্বজয়া’, ‘যমুনা ঢাকি’ থেকে শুরু করে ‘উমা’র মত পুরনো সিরিয়ালকে হারিয়ে দিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকার দ্বিতীয় স্থানটি সফল ভাবে দখল করে নিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। যা দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। কারণ তারা প্রত্যাশা করেন নি যে এত ভাল ফলাফল করবে নতুন শুরু হওয়া এই ধারাবাহিকটি।
তবে এবারও সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে টিআরপি তালিকার শীর্ষস্থানটি দখল করে রেখেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই নিয়ে টানা 35 সপ্তাহ প্রথম স্থানে থেকে বাংলা সেরা হয়ে উঠেছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায় অভিনীত এই ধারাবাহিকটি।
অপরদিকে টিআরপি তালিকা দেখে বেশ স্পষ্ট হয়ে গিয়েছে যে ক্রমশই কমছে স্টার জলসার অন্যান্য ধারাবাহিকগুলির জনপ্রিয়তা। কারণ ‘খেলাঘর’, ‘ধূলোকণা’ থেকে শুরু করে ‘শ্রীময়ী’র মত এককালীন জনপ্রিয় ধারাবাহিকগুলি আজকের টিআরপি তালিকার প্রথম পাঁচে নেই। তাই আরো একবার জি বাংলার ধারাবাহিক গুলির একত্রিত ফলাফল অনেকটাই ভালো স্টার জলসার থেকে।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১১.১ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি- ৮.৯ (দ্বিতীয়)
অপরাজিতা অপু- ৮.৬ (তৃতীয়)
উমা- ৮.৬ (তৃতীয়)
যমুনা ঢাকি-৮.৫ (চতুর্থ)
সর্বজয়া-৮.৫ (চতুর্থ)
ধুলোকণা- ৭.৪ (পঞ্চম)
খেলাঘর- ৭.৩ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৭.১ (সপ্তম)
মন ফাগুন- ৭.০ (অষ্টম)
খড়কুটো- ৬.৯ (নবম)
করুণাময়ী রাণী রাসমণি- ৬.৭ (দশম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৭ (দশম)
গঙ্গারাম- ৬.৭ (দশম)
বরণ- ৬.৭ (দশম)
Comments are closed.