বাংলার বাসিন্দা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান ইতিমধ্যেই শুনে ফেলেছেন বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ। এবার এই গান হিন্দিতে গেয়ে জনপ্রিয়তা পেলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই গান মুক্তির কথা জানিয়েছেন হিরো আলম। তিনি জানিয়েছেন, কাঁচা বাদাম গানটি রিলিজ করলাম। আপনারা সবাই অনুরোধ করতে করছিলেন যে আমার মুখে কাঁচা বাদাম গানটি শুনবেন।
রীতিমত ভিডিওর মাধ্যমে এই গান মুক্তি পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের স্টাইলেই বাদাম বিক্রি করতে করতে গান গাইছেন তিনি। ইতিমধ্যেই তা প্রায় লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। প্যান্ট, শার্ট পরে মাথায় গামছা জড়িয়ে, গলাতে বাদামের ঝুড়ি ঝুলিয়ে বাদাম বিক্রি করছেন বাংলাদেশের বগুড়ার বাসিন্দা আশরাফুল আলম ওরফে হিরো আলম। অনেকে যেমন তাঁর গানের প্রশংসা করেছেন, অনেকে আবার নিন্দায় সরব হয়েছেন।
‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম’। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরের এই গান এখন বিশ্বের কয়েক মিলিয়ন মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। পয়সার বিনিময়ে নয়, মাথার চুল, সিটি গোল্ডের চেন, হাঁসের পালকের বিনিময়ে সাধারণ মানুষকে বাদাম দেন তিনি। সঙ্গে গান করেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম। এই গান মোবাইলে ভিডিও করে কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন। আর নিমেষেই ভাইরাল হয়ে যায় ভুবন বাদ্যকরের এই গান। এবার এই গান হিন্দিতে গাইলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম।
গানের জনপ্রিয়তা পেলেও একরাশ ক্ষোভ ভুবনের পরিবারের। তাঁরা জানিয়েছেন, বাদামের গান শুনতে দুরদুরান্ত থেকে লোকজন আসছেন। কিন্তু কেউ বাদাম কিনছেন না। শুধু গান শুনে চলে যাচ্ছেন। গানের জন্য বাদাম বিক্রি বন্ধ হয়ে যাওয়ার আয়ের মুখ দেখছেন না ভুবন বাদ্যকর। এই গান দিয়ে নিজেদের ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে অনেকেই রোজগার করছেন টাকা। সেই টাকার ভাগ পাচ্ছেন না এই ভুবন বাদ্যকর। তাই নিজের গানের কপিরাইট চেয়ে ইতিমধ্যেই দুবরাজপুর থানার দ্বারস্থ হয়েছেন ভুবন বাদ্যকর।
তবে এই নিয়ে হিরো আলম বলেন, সকলের অনুরোধে বাদাম গান অন্যরকম গাওয়ার চেষ্টা করেছি।
Comments are closed.