মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে দীর্ঘ দিনের কাউন্সলির রতন মালাকারকে কেন তৃণমূল প্রার্থী করেনি? এবার তার উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির দাবি, কাউন্সিলর হিসেবে রতন নিজের দায়িত্ব পালন করছিলেন না। তাঁর কথায়, একদিন ওয়ার্ডের কিছু লোকজন মুখ্যমন্ত্রীকে জানান, দীর্ঘ দিন ধরে পানীয় জলের পাইপ খারাপ হয়ে থাকলেও কাউন্সলির কোনও পদক্ষেপ নেয়নি। এখানেই থামেননি। নিজের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি।
রতন মালাকারের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ বাড়ি করলে, নির্মাণ সামগ্রী ওঁর কাছ থেকে কিনতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কার্যত সমস্ত কাউন্সিলরকেই সচেতন করেন। সেই সঙ্গে তিনি সাফ জানান, অভিযোগ পেয়েই টিকিট দেওয়া হয়নি।
উল্লেখ, ৭৩ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে থাকেন। সেই ওয়ার্ডের দীর্ঘ দিনের কাউন্সলির রতন মালাকারকে প্রার্থী করেনি তৃণমূল। ক্ষোভে নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন রতন। যা নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়। যদিও পরে ভুল স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার করেন রতন। কিন্তু কেন তাঁকে টিকিট দেওয়া হল না, তা নিয়ে নানান জল্পনা শুরু হয়। বুধবার পুরভোটের প্রচারে ফুল বাগানের জনসভা থেকে সব প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.