প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সুখবর। সোমবার ৭৩৮ জন টেট উত্তীর্ন পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, যে ৭৩৮ জনের নামের তালিকা এদিন প্রকাশ করা হয়েছে তাঁদের আগামী সাত দিনের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে।
২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্ন পত্রের ভুল ছিল, অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থী। সেই মামলায় হাইকোর্টের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়। এর আগে ৪০০ জন পরীক্ষার্থীকে নিয়োগ পত্র দিয়েছিল কমিশন। এদিন ফের ৭৩৮ জনকে নিয়োগ পত্র দিল কমিশন।
তালিকা প্রকাশের পাশাপাশি পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, উত্তীর্ন পরীক্ষার্থীদের সমস্ত নথি যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়েছে। অনলাইনেই নথি যাচাই করতে পারবেন উত্তীর্নরা। অনলাইনে অসুবিধা হলে মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আদালত নির্দেশ দেয়, যে সকল পরীক্ষার্থীরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁদের সকলকে ফুল মার্ক্স্ দিতে হবে। যদিও, মামলকারীদের একপক্ষ অভিযোগ করে, আদালতের নির্দেশ মানেনি পর্ষদ। যার জেরে বিচারপতি পর্ষদ সভাপতিকে নির্দেশ দেন, প্রত্যেক মামলাকারীকে জরিমানা দেবে পর্ষদ সভাপতি, সেই সঙ্গে তাঁকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে। সেই মতো সোমবার কোর্টে যান পর্ষদ সভাপতি। তারপরেই পর্ষদের তরফে তালিকা প্রকাশ করা হয়।
Comments are closed.