অভিষেকের ভোট, ধর্মীয় সমাবেশ সহ দু’মাস সব বন্ধ রাখার মতকে সমর্থন জানিয়েছিলেন চিকিৎসক কুণাল সরকার। এবার তাঁকে ট্যুইটে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
সোমবার কুণাল সরকারের ট্যুইট রি-ট্যুইট করে অভিষেক লেখেন, আপনার অভিভাবকত্ব আমাদের সবার কাছে অনুপ্রেরণা। চলুন সবাই মিলে একসঙ্গে লড়াই করি। সকলের সুস্থতা নিশ্চিত করি।
Thank you @KunalCardiac!
Your guidance will act as a source of inspiration for all of us. Let’s fight this together and ensure the well-being of all. 💪🏼 https://t.co/TxxZ3tzSce
— Abhishek Banerjee (@abhishekaitc) January 10, 2022
কয়েকদিন আগে নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষ অভিষেক জানান, এখন যা পরিস্থিতি আগামী দু’মাস কোনও নির্বাচন, ধর্মীয় সভা করা উচিত নয়। তাঁর মন্তব্য, মানুষ বাঁচলে সব বাঁচবে।
তৃণমূল সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে তাঁর মতকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন কুণাল সরকার। ট্যুইটে লেখেন, অভিষেকের মতকে সমর্থন করি। চলুন এটি কার্যকরী করে দেখাই।
এদিন অভিষেকের ট্যুইট নিয়ে কুণাল পাল্টা ধন্যবাদ জানিয়ে বলেন, এই সময়টা আমাদের সকলের কাছে লড়াইয়ের। রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন প্রত্যেককে কঠোর ভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো আমরা। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, করোনা মোকাবিলায় অভিষেকের সংসদীয় ক্ষেত্র যে ভাবে কাজ করছে তা প্রশংসনীয়।
Comments are closed.