পাঁচ রাজ্যে কোভিড টিকার শংসাপত্র থেকে বাদ পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। শনিবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। এরপর জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তাই এই পাঁচ রাজ্যে কোভিড শংসাপত্র থেকে নাদ দেওয়া হয়েছে মোদীর ছবি
১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে ওই পাঁচ রাজ্যে ভোট গ্রহণ হবে। ভোটের ফলাফল ঘোষণা ১০ মার্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কো উইন অ্যাপ এবং ওয়েব পোর্টাল থেকে মোদীর ছবি সরানোর কাজ করেছে।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এই নিয়ে বিতর্ক শুরু হয়। বিধানসভা ভোটের আগে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমত ব্যানার্জি। তিনি প্রশ্ন তুলেছিলেন ভ্যাকসিন সার্টিফিকেট মোদীর ছবি থাকলে কোভিড ডেড সার্টিফিকেটে মোদীর ছবি থাকবে না কেন? গত বছর অক্টোবরে এই নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠায় কেরল হাইকোর্ট।
গত বছরেও পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেও ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মোদীর ছবি। এই বছরও উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই এই রাজ্যগুলিতে ভ্যাকসিন সার্টিফিকেটে সরিয়ে দেওয়া হয়েছে মোদীর ছবি।
Comments are closed.