তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করোনা পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মন্তব্য এবং তাকে কেন্দ্র করে কল্যাণ-কুণাল দ্বন্দ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবার দলকে কড়া বার্তা দিলেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে কালীঘাটে দলের বৈঠক মমতা ব্যানার্জি সাফ জনলানেন, ”এবার থেকে আমিই সংগঠন দেখব”।
দলীয় বৈঠকে এদিন তিনি বলেন, সাংসদদের কিছু জানানোর থাকলে লোকসভায় দলের দলনেতা সুদীপ ব্যানার্জিকে জানাবেন। বিধায়কের কোনও বিষয় নিয়ে কথা বলতে হলে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলবেন। এবং রাজ্যের সাংগঠনিক কোনও বিষয় থাকলে তা রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, আমি নানান কাজে ব্যস্ত থাকি, তবে এবার থেকে সংগঠনের কাজও অনেকটা আমিই দেখব। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অভিষেক ব্যানার্জির মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি দলের মধ্যে যে টানা পড়েন শুরু হয়েছিল সেই আবহে দলের সর্বচ্চ নেত্রী আরেকবার বুঝিয়ে দিলেন, দলের রাশ এখনও তাঁর হাতেই রয়েছে।
সূত্রের খবর, কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য করার জন্য এদিন সাংসদ অপরূপা পোদ্দারও তৃণমূল নেত্রীর ভর্ৎসনার মুখে পড়েন। সব মিলিয়ে দলের সংগঠন নিজের হাতে রাখার যে বার্তা এদিন দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
Comments are closed.