নেতাজি ইন্ডোরে শুরু তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, বিশেষ পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ বিরোধী দলের প্রতিনিধিদেরও
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার নেতাজি ইন্ডোরে শুরু হয়ে গেল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। ইতিমধ্যেই সংগঠনের বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা পড়ার প্রক্রিয়া শেষ হয়েছে। জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম মেনেই সাংগঠনিক নির্বাচন করা হচ্ছে।
তৃণমূল সূত্রে খবর, দল প্রতিষ্ঠার পর থেকে চেয়ার পার্সন পদে নির্বাচিত হয়ে এসেছেন মমতা ব্যানার্জি। তাঁর বিরুদ্ধে যেহেতু কেউ মনোনয়ন জমা দিচ্ছে না, চেয়ার পার্সন পদে তিনিই থাকবেন। এছাড়া বাকি পদগুলির জন্য এদিন প্রতিনিধি নির্বাচিত হবে। তাৎপর্যপূর্ণ বিষয় এবারের সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বিজেপি বাদে বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল। সেই সঙ্গে বিভিন্ন বিশিষ্ট নাগরিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বামফ্রন্টের নেতা বিমান বসু বা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা আসছেন না।
উল্লেখ, কয়েকদিন আগেই দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে দলের ভেতরে একাধিক নেতার মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে যায়। এই পরিস্থিতি দলনেত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন, সংগঠনের কাজ তিনি নিজে দেখবেন। সেই সঙ্গে কয়েকজন শীর্ষ নেতৃত্বের মধ্যে দায়িত্ব ভাগ করে দেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই অবস্থায় দলের সাংগঠনিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
Comments are closed.