দলের সাংগঠনিক নির্বাচন থেকেই লোকসভার সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। এদিন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাতেই তৃণমূলের জন্ম। তাই সারা দেশে বিজেপিকে পরাজিত করার কাজটা বাংলা থেকেই শুরু করতে হবে। এখানে ৪২ টি আসনের ৪২টি তৃণমূলকে জিততে হবে। সেই সঙ্গে বুধবার তিনি জানিয়ে দেন, বিধানসভায় অখিলেশ সিংহকে সমর্থন করলেও লোকসভায় উত্তরপ্রদেশে প্রার্থী দেবে তৃণমূল।
সেই সঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমোর চাঞ্চল্যকর দাবি, রাজ্যে এখনও ৭ থেকে ৮ জন বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। প্রত্যেকে তৃণমূলে আসতে চান। দলীয় কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকেও এদিন তীব্র আক্রমণ করেছেন তিনি। তাঁর কটাক্ষ, তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে, কিন্তু বিজেপি দলটা টিকে রয়েছে, টাকা আর এজেন্সির উপর নির্ভর করে। তাঁর কথায়, বিজেপির তিন রত্ন, টাকা-ইডি-সিবিআই।
এদিন অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানো নিয়েও তীব্র সুর চড়ান। বলেন, যেই বীরভূম কিছু পুরসভায় ভোট হবে ওমনি ওঁকে একটা নোটিস পাঠিয়ে দিল। পেগাসাস নিয়েও ফের একবার সুর চরিয়েছেন তিনি।
পদ্মশ্রী, পদ্মভূষণ নিয়েও এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। বলেন, পদ্মভূষণকে রাজনৈতিক দূষণে পরিণত করেছে বিজেপি। বাজেট নিয়ে মুখ্যমন্ত্রীর খোঁচা, একটা ‘ভোঁ ভা’ বাজেট হয়েছে।
Comments are closed.