বৃহস্পতিবার থেকে খুলছে স্কুল। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে স্কুলে। ২ বছর আগে স্কুলে যাওয়ার ইউনিফর্ম এখন তো খাটো হয়ে গেছে। নতুনভাবে স্কুলে যেতে হলে লাগবে নতুন ইউনিফর্ম। তাই ভিড় জমেছে বাংলার সব দর্জি পাড়ায়।
লকডাউনে লাভের মুখ দেখছিলেন না দর্জিরা। স্কুলগুলো ইউনিফর্মের অর্ডার দিচ্ছিল না। তাই অর্থনৈতিক সংকটে পড়েছিলেন দর্জিরা। কিন্তু এখন খুলছে স্কুল। দর্জিরা অর্ডার পাচ্ছেন প্রচুর ইউনিফর্মেই। স্কুলগুলিও দর্জিদের অর্ডার দিচ্ছে। ফলে লাভের মুখ দেখছে দর্জিরা। এখন সারাদিন ব্যস্ত দর্জিরা।
উল্লেখ্য, করোনার কারণে গত দুবছর ধরে বন্ধ ছিল স্কুল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছেন, ৩ তারিখ থেকে খুলে যাবে রাজ্যের সব স্কুল-কলেজ। করোনা বিধি মেনে স্কুল গুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ।
স্কুল খোলার সিদ্ধান্তে খুশি স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা।
Comments are closed.