সরকার গ্যারেন্টি থাকছে, ছাত্রদের ঋণ দিতেই হবে; স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে ব্যাঙ্কগুলিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার যেখানে গ্যারেন্টি দিচ্ছে, সেখানে ছাত্রদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ দিতেই হবে।
রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করলেও বেশ কয়েকটি ব্যাঙ্ক অসহযোগিতা করছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে ফের বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সাফ জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অনেক ব্যাঙ্কই ছাত্রদের সঙ্গে সহযোগিতা করছে না। কোনও ব্যাঙ্ক যদি ঋণ না দেয়, সেক্ষত্রে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলি ছাত্রদের ঋণ দেবে। তারপরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ব্যাঙ্ক যে দয়া করছে না, এটা ওদের বুঝিয়ে দিতে হবে।
রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা মতোই এদিন তাঁর বৈঠকে উপস্থিত ছিলেন, আমলা সহ রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার। প্রত্যেকটি জেলা ধরে ধরে এদিন কাজের খতিয়ান নেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবারের সভা থেকে রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘৭২ শতাংশ মানুষকে আমরা করোনার টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি। মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে। পাড়ায় পাড়ায় সমাধানের কাজ শুরু হয়েছে। ১ কোটি ৫০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। ৪ কোটি টাকার বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
Comments are closed.