শুক্রবার ১০৮ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। বাকি রয়েছে দার্জিলিং পুরসভা। এদিন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেন।
মহাসচিব পার্থ চ্যাটার্জি এদিন জানান, ১০৮ টি পুরসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নবীন-প্রবীণ দুই প্রজন্মকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, এবারের তালিকায় কোনও বিধায়ক, সাংসদকে প্রার্থী করা হয়নি। দার্জিলিং পুরসভা নিয়ে তিনি জানান, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দার্জিলিং যাচ্ছেন। ওখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করবে।
যাঁরা টিকিট পাননি তাঁদের উদ্দেশ্যে পার্থ চ্যাটার্জির বার্তা, স্বাভাবিকভাবেই সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। কিন্তু যাঁরা টিকিট পেলেন না, মন খারাপ করবেন না। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে তাঁর বার্তা, কেউ এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।
উল্লেখ, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় নির্বাচন। ফল প্রকাশের দিন এখনও ঠিক হয়নি। তবে হাওড়া পুরসভা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে।
Comments are closed.