পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বিকেলে কলকাতা রওনা দেবেন তিনি। প্রত্যাশা মতোই আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোর কদমে প্রচার চালাবেন তিনি। সেই সঙ্গে মঙ্গলবার সমাজবাদী পার্টির দপ্তরে দলের সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর দু’জনের একটি যৌথ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে।
উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে প্রচার করতে দেখা যাবে, এরকম একটা জল্পনা ছিলই। তার মাঝেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে সমাজবাদী পার্টির প্রতিনিধি কিরণময় নন্দ দেখা করেন। সেই সময় তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশেই এখন অন্যতম বিজেপি বিরোধী মুখ মমতা ব্যানার্জি। উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টি বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁকে চাইছে। তখনই তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে প্রচারে যাবে। এদিকে তৃণমূলের তরফেও জানানো হয়, আসন্ন নির্বাচনে ইউপি-তে কোনও প্রার্থী দিচ্ছে না তৃণমূল। তারা সমাজবাদী পার্টিকেই সমর্থন করবে।
যদিও মুখ্যমন্ত্রী নিজে জানান, বিধানসভা ভোটে লড়াই না করলেও ২০২৪ লোকসভা ভোটে ইউপিতেও প্রার্থী দেবে ঘাসফুল শিবির। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে মমতা ব্যানার্জির এই উত্তরপ্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনটাই মত রাজনৈতিক শিবিরের একাংশের।
Comments are closed.