বুধবার থেকে রাজ্যে খুলছে ছোটদের স্কুল

বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে যাচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। কোভিড বিধি মেনেই খুলে যাচ্ছে স্কুল। খুলে যাচ্ছে সব অঙ্গনওয়ারি কেন্দ্রও। নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এবার যাবে স্কুলে।

প্রায় ২ বছর পর স্কুলে যাবে ছোটরা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, খুব শীঘ্রই রাজ্যে খুলে যাবে প্রাথমিক স্কুল। তিনি এও বলেছিলেন কোভিডের বাড়বাড়ন্ত একটু কমলেই খুলে দেওয়া হবে স্কুল। সেইমত বুধবার থেকেই খুলছে স্কুল।

এই মাসেই খুলে গেছে উচ্চ বিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে এখন স্কুলেই। স্কুলেই হচ্ছে পরীক্ষা। এবার খুলে গেল প্রাথমিক স্কুলও। খুশি পড়ুয়ারা। খুশি অভিভাবকরা।

Comments are closed.