শেষকৃত্য সম্পন্ন বাপ্পি লাহিড়ীর। মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করা হল ডিস্কো কিং-য়ের। সেখানে হাজির হয়েছেন শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিংহ, বিন্দু দারা সিংহ।
বাড়ি থেকে শ্মশানের দূরত্ব আড়াই কিলোমিটার। কিন্তু শ্মশানযাত্রায় এত বেশি সংখ্যক ভক্ত গিয়ে উপস্থিত হয়, ১০ মিনিটের সেই পথ পেরোতে সময় লাগে ১ ঘন্টা।
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে প্রয়াত হন বাপ্পি লাহিড়ী। ছেলে বাপ্পা লাহিড়ী আমেরিকা থেকে ফেরার অপেক্ষায় ছিল পরিবার। বৃহস্পতিবার সকালেই আমেরিকা থেকে ফিরেছেন বাপ্পা লাহিড়ী। তারপরেই মুম্বইয়ের লাহিড়ী হাউস থেকে ফুলের ট্রাকে করে ভিলে পার্লের পবন হংস শ্মশানে নিয়ে যাওয়া হয় বাপ্পি লাহিড়ীকে। চিতায় অগ্নি সংযোগ করেন ছেলে বাপ্পা লাহিড়ী।
বুধবার তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Comments are closed.