সিবিআইয়ের পর এবার ইডি। গরুপাচার মামলার ফের হেফাজতে এনামুল হক। জানা গিয়েছে, দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শনিবারই দিল্লির একটি আদালতে পেশ করে এনামুলকে নিজেদের হেফাজতে চাইবে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই খবর।
গরু পাচারে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রায় দু’বছর জেলে থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে জামিন পান এনামুল। আর তার একমাসের মধ্যেই ফের ইডির জালে।
সম্প্রতি গরু পাচার মামলায় তৃণমূলের তারকা সাংসদ দেবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দেব সাংবাদিকদের জানান, তিনি এনামুলকে চেনেন না। পাশপাশি সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট বলেই দাবি করেন অভিনেতা। তার কয়েকদিন পরেই দেবে’র প্রযোজনা সংস্থার সহ প্রযোজককেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ, ২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। তারপর থেকেই তিনি জেল হেফাজতে ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।
Comments are closed.