১২ মিনিটে ছবি এঁকে ভাইরাল ১২ বছরের এক বালিকা। তার কাজ দেখে অবাক এলাকা থেকে রাজ্যবাসী। নদীয়ার চাকদার বাসিন্দা লাবনী হালদার। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লিখিয়ে ফেলেছে ১২ বছরের লাবনী। বড় জায়গায় আঁকার ডাক পাচ্ছে।
তার মা, বাবা জানিয়েছেন, লকডাউনে বাড়িতে বসে থেকে তাঁর প্রতিভা প্রকাশ পেয়েছে। তার বাবা গোপাল হালদারও শিল্পী। প্রতিমা, প্যান্ডেল বানিয়ে নাম ডাক কুড়িয়েছেন গোপাল হালদার। অন্যদিকে মা পিঙ্কি হালদার হাতের কাজে জেলায় নাম কুড়িয়েছেন। তাঁদের একমাত্র মেয়ে লাবনীও এখন পরিচিত মুখ। যেকোনো ছবি সে আঁকছে মাত্র ১২ মিনিটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যেকোনো রাজনৈতিক ব্যক্তির ছবি মাত্র কয়েক মিনিটে এঁকে ফেলে সে। তাঁর মা আরও জানিয়েছেন, প্রথমে একটা দিকে চোখ থেকে আঁকা শুরু করে লাবনী। এরপর নিমেষেই সেই ছবি শেষ করে ফেলে সে।
Comments are closed.