মাত্র আড়াই বছর বয়সেই বাংলার নাম উজ্জ্বল করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাঁকুড়ার প্রিয়মের

আড়াই বছর বয়সে অনেক শিশু ভালো করে কথা বলতে পারেন। কিন্তু এই বয়সে বাঁকুড়ার প্রিয়ম চক্রবর্তী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল।

যে বয়সে শিশুদের মুখের ভাষা স্পস্ট থাকে না, সেখানে প্রিয়ম গেয়ে ফেলতে পারে ভারতের জাতীয় সংগীত। ১ থেকে ১০০ সোজা ও উলটো গণনা, নামতা, রাজ্যের নাম, রাজধানীর নাম, জাতীয় সঙ্গীত একেবারে ঠোঁটস্থ আড়াই বছরের প্রিয়মের। এই খবর জানা মাত্রই খুশির জোয়ার বাঁকুড়ার ছাতনা ব্লকের বারবাকড়ার চক্রবর্তী পাড়ায়।

প্রিয়মের বাবা প্রতীক চক্রবর্তী ডিস্ট্রিবিউটরের কাজ করেন। মা সুপর্ণা চক্রবর্তী গৃহবধূ। তার বাবা মা জানিয়েছেন, ছোট থেকে আলাদা করে প্রিয়মের জন্য কিছু করতে হয়নি। তার প্রতিভা দেখে অবাক হয়ে যেতেন তাঁরা।
প্রতীক চক্রবর্তী জানিয়েছেন, ছোট থেকে বাইকের নম্বর প্লেট কিছু না বুঝেই পড়ে ফেলত প্রিয়ম। সেটা দেখেই আশ্চর্য হয়ে যাই।

সুপর্ণা দেবী জানিয়েছেন, প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলানোর কথা ভাবেনি। হঠাৎ করেই একদিন গুগলে একটি বিজ্ঞাপন দেখে বিষয়টি মাথায় আসে সুপর্ণাদেবীর। সোমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে মানপত্র, পুরস্কার আসে প্রিয়মের বাড়িতে।

Comments are closed.