‘মোদীজি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সাহায্য চাইল ইউক্রেন

যুদ্ধ থামানোর চেষ্টা করুক ভারতের প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবেদন করল ইউক্রেন। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার অনুরোধ করেছেন।

ইগর পোলিখা বৃহস্পতিবার জানিয়েছেন, মোদিজি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। এই যুদ্ধের পরিস্থিতিতে ভারতের সাহায্য চাইছে ইউক্রেন। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করিয়ে শান্তি ফিরিয়ে আনার আবেদন করছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

Comments are closed.