বদলে যাচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নাম। মেট্রো রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও স্ট্রেশনের নতুন নামে পার্ক স্ট্রিট কথাটা থাকছে। নাম পরিবর্তন হয়ে নতুন নাম হচ্ছে IIHM Park Street .
কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন, IIHM নামের একটি বেসরকারি সংস্থা মেট্রোর সঙ্গে চুক্তি করেছে কোব্রান্ডিং-এর। যার জেরেই পার্ক স্ট্রিটের সঙ্গে ওই বেসরকরি সংস্থার নাম জুড়ছে। এই মর্মে সম্প্রতি মেট্রো রেলের সঙ্গে সমস্ত চুক্তিও স্বাক্ষরিত হয়ে গিয়েছে বলে খবর। নতুন চুক্তির জেরে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ১৫০০ স্কয়ারফুট ব্যবহার করতে পারবে ওই সংস্থা। সেই সঙ্গে, স্টেশনের প্রবেশ এবং বাহির পথের দরজাতেও স্টেশনের নামের সঙ্গে সংস্থার নাম জোড়ার অনুমতি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এছাড়াও স্টেশনের বিভিন্ন জায়গায় যে বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থা রয়েছে সেখানেও নিজেদের বিজ্ঞাপন ব্যবহার করতে পারবে বেসরকারি সংস্থাটি। তবে ওই বেসরকারি সংস্থাটির সঙ্গে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কতদিনের চুক্তি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে মেট্রো স্টেশনে আগে থেকে যে যে সংস্থার বিজ্ঞাপন রয়েছে সেগুলিকে সরানো যাবে না বলেই জানানো হয়েছে।
উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও একাধিক মেট্রো স্টেশনের নাম পরিবর্তন হয়েছে। মেট্রো স্টেশনের নামের সঙ্গে নিজেদের নাম জুড়তে বেসরকারি সংস্থাগুলিকে মোটা টাকা বিজ্ঞাপন বাবদ দিতে হয় রেলকে। জানা গিয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষ আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলেছে এধনের নাম পরিবর্তনের জন্য।
Comments are closed.