বুধবার থেকে ভারতে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ইভান্সের তৈরি কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে। অন্যদিকে বুধবার থেকেই ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের জন্য বায়োলজিক্যাল ইভান্সের করোনা টিকা কর্বিভ্যাক্সকে চূড়ান্ত ছাড়পত্র দেয়। এই টিকার ২৮ দিনের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭ জনের। মোট সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৪।
Comments are closed.