রাজ্যে ফের সাইক্লোনের আশঙ্কা, ঘন্টায় ১৫০ কিমি বেগে বইতে পারে ঝড়

রাজ্যে ফের আছড়ে পড়তে চলেছে আরও একটি ভয়াবহ সাইক্লোন। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বইতে পারে এই সাইক্লোন। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। এই সাইক্লোনের নাম সিত্রাং। নাম দিয়েছে থাইল্যান্ড। হাওয়া অফিস সূত্রের খবর, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলা এবং উড়িষা উপকূলে আছড়ে পড়তে পারে তা।

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের অংশ এবং সিকিমের উপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই এই ঘূর্ণিঝড়ে বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হতে পারে বৃষ্টিপাত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। মার্চ মাসে তাপমাত্রার পারদ বাড়তে পারে ৪০ থেকে ৪৫ ডিগ্রি বলেই জান গিয়েছিল।  এরমধ্যেই সকলে চাইছে কিছুটা স্বস্তির বৃষ্টি। এরমধ্যে সাইক্লোনের পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Comments are closed.