দোল উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে উপচে পড়েছে ভিড়। শুক্রবারের পর শনিবারও চোখে পড়ার মতন ভিড় দেখা যায়। এই বছরের বিশেষত্ব হল মুখ্যমন্ত্রীর দেওয়া গৌর নিতাই বিগ্রহ। যা দেখতে ভক্তদের ভিড় বাড়ছে।
শুক্রবার দোলের দিন ওই বিগ্রহের অভিষেক হয়েছে। এরপর থেকেই ভিড় জমাচ্ছেন ভক্তরা। এইবছর মায়াপুর ইসকন মন্দির ৫০ বছরে পা দিয়েছে। ৫০ বছর উপলক্ষ্যে দোলের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপহার দেওয়া গৌর নিতাই বিগ্রহের অভিষেক সম্পন্ন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যের গোটা মন্ত্রীসভাকে। কিন্তু উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও স্বপন দেবনাথ। এই বছর লক্ষাধিক টাকার ফুল দিয়ে রাধা-কৃষ্ণের পুষ্পাভিষেক করা হয়। একইসঙ্গে বিগ্রহকে দেওয়া হয় ষোড়শ ব্যঞ্জনের রাজভোগও।
Comments are closed.