রামপুরহাট কাণ্ডে কী হয়েছিল, অমিত শাহকে বিস্তারিত জানাতে চায় তৃণমূল

রামপুরহাট কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তৃণমূল সাংসদরা৷ লোকসভায় জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি। লোকসভার তৃণমূলের দলনেতার দাবি, রামপুরহাটের ঘটনা পারিবারিক বিবাদ।

বুধবার লোকসভায় সুদীপ জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তৃণমূল সাংসদরা অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানান সুদীপ। এর আগেও মঙ্গলবার ঘটনায় অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার এর পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় তৃণমূল৷ বগটুইয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে। জানা গিয়েছে, ৭২ ঘন্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করতে আসবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন লোকসভায় বগটুইয়ের ঘটনা নিয়ে স্লোগান দেন বিজেপি সাংসদরা৷

Comments are closed.