দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার রাজ্যপাল নিজেই এই সাক্ষাতের কথা ট্যুইট করে জানিয়েছেন। বগটুই হত্যাকান্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতিতে। এই আবহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, শাহ-ধনখড় বৈঠকে বগটুইয়ের ঘটনার কথা উঠে আসতে পারে। যদিও কী নিয়ে আলোচনা হয়েছে, তা দু’পক্ষের তরফে জানানো হয়নি।
WB Guv Shri Jagdeep Dhankhar today called on the Union Home Minister @AmitShah at his residence in Delhi. pic.twitter.com/TSHwrcrP72
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 28, 2022
বগটুই কাণ্ড নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্ধ ফের চরমে উঠেছে। হাড়হিম করা ঘটনার পর মুখ্যসচিবের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। সেই সঙ্গে রাজ্যকে কড়া ভাষায় চিঠিও লেখেন তিনি। এদিকে রাজ্যপালের চিঠির জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যপাল রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন। রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে থেকে তিনি দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন।
রাজ্য বনাম রাজ্যপালের তরজার রেশ গিয়ে দিল্লিতেও পৌঁছায়। ২৪ মার্চ বগটুই-এর ঘটনা নিয়ে স্বারষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদের প্রতিনিধি দল দেখা করে। বগটুইয়ের ঘটনা জানানোর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের অপসারণের দাবি করেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি বলেন, ধনখড় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন। সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে উনি মেনে নিতে পারছেন না। ওঁকে অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
তৃণমূল সাংসদদের সঙ্গে স্বারষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পরে পরেই রাজ্যপালের সঙ্গে শাহের বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য এর আগেও একাধিকবার রাজ্যপালের অপসারণ চেয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। এর আগে সংসদে রাষ্ট্রপতির কাছে ধনখড়কে সরানোর আর্জি জানিয়েছিলেন সুদীপ ব্যানার্জি। প্রধানমন্ত্রীর কাছেও একই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
Comments are closed.