বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের শেষ দিন। এদিন তাঁকে দেখা গেল চেনা মেজাজে। সকাল সকালই নিরাপত্তারক্ষীদের সঙ্গে করে হাঁটতে বেরোলেন মুখ্যমন্ত্রী। কুয়াশা ঢাকা পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গেও। প্রাতঃভ্রমণের এক ফাঁকে দেখেন এক জায়গায় দু’জন মহিলা মোমো বিক্রি করছেন। মুখ্যমন্ত্রী সেদিকে এগিয়ে যান। নিজেও কিছুক্ষন ওই মহিলাদের কাছে মোমো তৈরি শেখেন। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবরও নেন তিনি। বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলেজস্ট্রিটের আদলে দার্জিলংয়ে কফি হাউস তৈরির করার পরিকল্পনা রয়েছে। এদিন হাঁটার ফাঁকে কফি হাউসের জন্য জমিও খোঁজেন তিনি।
এর আগে বুধবার সকালেও এক প্ৰস্ত জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্থানীয় মহাকাল মন্দিরেও পুজো দেন তিনি। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বগটুই রিপোর্ট নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, রামপুরহাটের ঘটনায় সিবিআইকে রাজ্য সাহায্য করছে। তা সত্ত্বেও বিজেপির এই রিপোর্ট পেশ সিবিআই তদন্তকে প্রভাবিত করবে। সেই সঙ্গে বিজেপির রিপোর্টে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ নিয়েও তোপ দাগেন গেরুয়া শিবিরকে। মুখ্যমন্ত্রী বলেন, রামপুরহাট কাণ্ডের নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে।
Comments are closed.