যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফের ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন। অন্যদিকে যুদ্ধ আবহে ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি।
দুদিনের ভারত সফরে রুশ বিদেশমন্ত্রীর শুক্রবারই বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এর আগে চিন সফর করেছেন রুশ বিদেশমন্ত্রী। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর এই প্রথম ভারতে এলেন রাশিয়ার কোনও প্রতিনিধি।
উল্লেখ্য, বৃহস্পতিবার জানা গিয়েছিল, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা একটি সাক্ষাৎকরে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করুক। মোদীকে বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা মনে করে পাশে দাঁড়ানোর আবেদন করেছিল ইউক্রেন। ভারতের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্কের কথা তুলে ধরে দিমিত্র কুলেবা জানিয়েছিলেন, ইউক্রেন তেল, খাদ্যশস্য সরবরাহ করে ভারতে। রাশিয়ার সঙ্গে মোদীর ভালো সম্পর্কের কথা তুলে ধরে মোদীর সাহায্য চেয়েছিলেন ইউক্রেন বিদেশমন্ত্রী।
Comments are closed.