স্কুল খুললেও কাটছে না জটিলতা, জিডি বিড়লা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের অভিভাবকদের

স্কুল খুললেও আইনি জটিলতা থেকেই যাচ্ছে জিডি বিড়লা স্কুলের। শহরের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়েছিল, এবার তার সঙ্গে যোগ হল শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ। সোমবার এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করল জিডি বিড়লা স্কুলের অভিভাবকদের একাংশ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এদিন মামলা দায়ের হয়। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা।

এর আগে স্কুল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছিল, যে ছাত্ররা ১০০% স্কুল ফি দিয়েছে, তারাই স্কুলের প্রবেশাধিকার পাবে। স্কুলের কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন অভিভাবকদের একাংশ। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির ডিভিশন বেঞ্চ রায় দেয়, স্কুলের ফি বাকি থাকলেও পড়ুয়াদের ক্লাস করতে দিতে হবে। রেজাল্ট আটকে রাখলেও তা অবিলম্বে দিয়ে দিতে হবে।

যদিও আদালতের রায়ের পরেও জিডি বিড়লা সহ তিনটে স্কুল বন্ধ ছিল। সোমবার স্কুল খোলা হলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শুধুমাত্র ১০০% ফি যারা দিয়েছে তারাই স্কুলে ঢুকতে পারবে। এমনকি স্কুলের তরফে একদল ছাত্রের জন্য হলুদ রংয়ের বিশেষ পরিচয়পত্রও দেওয়া হয়। যা নিয়ে অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন।

Comments are closed.