নেহরু মিউজিয়ামের নাম বদলে হল প্রধানমন্ত্রী সংগ্রহশালা। বৃহস্পতিবার দিল্লির তিন মূর্তি ভবনে প্রধানমন্ত্রী সংগ্রহশালার উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর টিকিট কেটে সংগ্রহশালার ভিতরে গেলেন প্রধানমন্ত্রী।
দেশের সব প্রধানমন্ত্রীদের অবদান, তাঁদের কাজ, ছবি, উপহার থাকবে এই সংগ্রহশালায়। গত মাসেই মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নেহেরু মিউজিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহশালা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার রাতে একটি টুইট করেন মোদী। সেখানে তিনি লেখেন,
১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র। কাদের সঙ্গে যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে এসব। ভারতের প্রধানমন্ত্রীদের প্রতি সচেতনতা বাড়াতে এবং তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে এই সংগ্রহশালা।
ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার। ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক। মৃত্যুর আগে ১৬ বছর দিল্লির তিন মূর্তি ভবনে কাটিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু। তাঁর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার নেয় কেন্দ্রীয় সরকার।
Comments are closed.