অক্ষয় তৃতীয়ার পরেই ‘দিদিকে বলো’র ধাঁচে নতুন কর্মসূচির সূচনা হবে। বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি নজরুল মঞ্চ থেকে জানিয়েছিলেন, দলের কারও বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ থাকলে তা জানানো যাবে নেতৃত্বকে।
‘দিদিকে বলো’র ধাঁচে একটি ‘সেট-আপ’ তৈরি করার কথা জানিয়েছিলেন তিনি। তিনি আরও জানিয়েছিলেন, একটা মিসড কল করলেই কোথায়, কখন কী ঘটছে বলবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এর নাম কী হবে তা জানান নি মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, অক্ষয় তৃতীয়ায় ইএম বাইপাসে তৃণমূল কংগ্রেসের নতুন অস্থায়ী দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর কয়েক দিন পরেই অভিযোগ জানানোর নতুন কর্মসূচির ঘোষণা হবে। শনিবার কালীঘাট মন্দির দর্শন সেরে বাড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রী নিজেই এই অস্থায়ী দফতর উদ্বোধনের কথা জানান।
সূত্রের খবর, শনিবার ভবানীপুরে সুব্রত বক্সীর দফতরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে ‘দিদিকে বলো’র ধাঁচে এই নতুন ‘সেট-আপ’ কী ভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর চালু হয়েছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি। জন সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল একটি নম্বর। যে কোনও সমস্যায় সেখানে কল করলেই প্রশাসনিক সাহায্য পাওয়া যায়।
Comments are closed.