সোমবার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলার শুনানি ছিল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। কিন্তু ওই দিন জাস্টিস মান্থা উপস্থিত না থাকায় মামলার শুনানি হয়নি। আর এ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মৃত ছাত্রনেতার বাবা। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে উপস্থিত ছিলেন না বিচারপতি। এই ঘটনাতে মঙ্গলবার আনিস খানের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টে আনিস মামলার ৮২ পাতার তদন্ত রিপোর্ট জমা দেয় সিট। আর এদিনই অচিন্ত ব্যানার্জি নামে এক আইনজীবী আনিস খানের বাবার মন্তব্যের প্রেক্ষিতে আদালতে অভিযোগ করেন। তাঁর দাবি, উনি যে মন্তব্য করেছেন, তাতে বিচার ব্যবস্থার ওপর মানুষের প্রশ্ন তৈরি হবে। আনিসের বাবার অভিযোগ শোনার পরেই জাস্টিস মান্থা মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। যদিও আইনজীবীদের অনুরোধের পরে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেই সঙ্গে আনিস খানের বাবাকে বিচারপতিকে নিয়ে মন্তব্যের জন্য হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ওই দিনের মধ্যে ছাত্র নেতার বাবাকে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে।
Comments are closed.