১৭ দিন চিকিৎসার পর এসএসকেএম থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানে এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন ছাড়া পেলেও বাড়িতে বেড রেস্টে থাকতে হবে তাঁকে। ফের ৪ সপ্তাহ পর চেকআপের জন্য আসতে হবে।
গত ৬ এপ্রিল এসএসকেম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেদিনই তাঁর সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল। অসুস্থতার জন্য হাজির হতে পারছেন না বলে জানান সিবিআইকে। যদিও তাঁর আইনজীবীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানান, তারা হাসপাতালে এসে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
উল্লেখ্য, বিরোধীদের অভিযোগ, সিবিআই হাজিরা এড়াতেই অনুব্রত এসএসকেএম ভর্তি হয়েছিলেন। যদিও ডাক্তাররা জানাচ্ছেন, হৃদযন্ত্রের দুটি ধমনীতে ব্লকেজ রয়েছে অনুব্রতর। এই অবস্থায় পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, অনুব্রত ছাড়া পাওয়ার পর ফের কি তাঁকে তলব করবে সিবিআই?
Comments are closed.