খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শত্রুঘ্ন সিনহা, আসানসোলে থেকেই কাজ করার আশ্বাস তৃণমূল সাংসদের
আসানসোলে থেকেই কাজ করবেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বার্নপুরে আয়োজিত এক দলীয় সভা থেকে এই ঘোষণা করেন সদ্য আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, এই জয় মমতা ব্যানার্জির জন্য। খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানান। বলেন, কয়েকদিনের মধ্যেই মমতা দিদির সঙ্গে দেখা করতে কলকাতা যাবেন। মমতা দিদির নেতৃত্বে সংসদে সরব হওয়ার কথা জানান।
কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার পরই তিনি দিল্লি ও মুম্বই যাবেন। সেখান থেকে ফের আসানসোলে ফিরে আসবেন বলে জানান। ওই কেন্দ্রের মানুষের জন্য সেখানে থেকেই কাজ করবেন বলে জানান তৃণমূল সাংসদ।
আসানসোলে থেকে কাজ করার কথা বলার পরই তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার কথা তুলে ধরেন। বলেন, কোনও কোনও বিজেপি সাংসদ ভোটে জেতার পর নিজের লোকসভা কেন্দ্রের দিকে আর পা রাখেন না। যে এলাকার মানুষ জিতিয়েছেন, সেই এলাকায় না গেলে কীভাবে সমস্যার কথা জানা যাবে? তাঁরা সমস্যার কথা জানাবেন কাকে? বলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে রীতিমত যোগাযোগ রাখছেন তিনি বলে জানান।
Comments are closed.