গরমে দু’দিনের ছুটিতে যেতে চান দীঘা, চালু হল স্পেশাল ট্রেন

হাতে দিন দুয়েক সময় পেলে ‘দীপুদা’ কে ভুলতে পারে না বাঙালি। প্রবল গরম। খানিকটা স্বস্তি পেতে কেউ কেউ ছুটছেন দার্জিলিং আবার কেউ যাচ্ছেন দীঘা। কিন্তু যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেনে তিল ধারণের জায়গা নেই। নিমেষে বুক হয়ে যাচ্ছে ট্রেনের টিকিট। ইতিমধ্যে উত্তরবঙ্গে যাওয়ার দুটি ট্রেন চালু করেছে ভারতীয় রেল। এবার দীঘা যাওয়ার জন্য চালু হল সামার স্পেশাল ট্রেন।

গরমে দীঘায় বেড়াতে যাওয়ার জন্য সামার স্পেশাল ট্রেন চালু হল। শুক্রবার থেকে কাণ্ডারি এক্সপ্রেসকে স্পেশাল ট্রেন হিসেবে চালানো হবে। আগামী ২৭ জুন পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি চিফ ম্যানেজার(অপারেশন) সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সপ্তাহে চারদিন শুক্র, শনি, রবি ও সোমবার কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশাল হিসেবে হাওড়া থেকে দীঘা এবং দীঘা থেকে হাওড়া আসবে। এর আগেই জানা গিয়েছিল ২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল। এবার দীঘা যাওয়ার জন্য চালু হল স্পেশাল ট্রেন।

Comments are closed.