প্রবল গরমে মানুষকে স্বস্তি দিতে তৃণমূলের নয়া প্রকল্প ”মানুষের পাশে”, ফেসবুকে ছবি পোস্ট করলেন সায়নী ঘোষ
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির ওপরে। নাজেহাল সাধারণ মানুষ। রোদের তেজে বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে যাচ্ছে। কিন্তু কাজের তাগিদে বাড়ি থেকে বেরোতেই হচ্ছে। কিছু কিছু পেশার সঙ্গে যুক্ত মানুষদের সারাক্ষণ রোদে দাঁড়িয়ে কাজও করতে হচ্ছে। এবার তাঁদের কথা ভেবে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটি ও রাজ্য কমিটির উদ্যোগে প্রকট দাবদাহকে মাথায় রেখে নিজ নিজ এলাকায় ‘রিলিফ স্টেশন’ বানাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই অস্থায়ী স্টলগুলিতে পথযাত্রীদের গরমে কিছুটা স্বস্তি দিতে জলের পাউচ, ইলেকট্রল, ORS, টুপি, ছাতা ইত্যাদি দেওয়া হচ্ছে। শুক্রবার ফেসবুকে তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মানুষের পাশে’।
এই কর্মসূচি শুরু হয়েছে ২৮ এপ্রিল তথা শুক্রবার। চলবে থেকে ৫ মে পর্যন্ত। বেলা ১০ টা থেকে শুরু হচ্ছে কর্মসূচি, চলছে বিকেল ৪ টে পর্যন্ত। সায়নী আরও জানিয়েছেন, ৫ মে থেকে ৫ জুলাই তৃণমূল সরকারের তৃতীয় দফার প্রথম বছর উদযাপনের জন্য জন সংযোগ কর্মসূচি নেওয়া হবে। সারা বছর জুড়ে , যে কোনও পরিস্থিতিতে তৃণমূল যুব কংগ্রেস মানুষের পাশে থাকার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে বলেও জানান সায়নী।
ফেসবুকে কয়েকটি ছবি দিয়েছেন সায়নী। সেখানে দেখা যাচ্ছে মানুষের পাশে লেখা ব্যানারে এই স্টলগুলি বানানো হয়েছে। সেই স্টলে আসছে স্কুল ফেরত পড়ুয়া থেকে শুরু করে রিক্সাওয়ালা ও ভ্যানওয়ালা সকলে।
জাতীয় সড়কের ধারেও তৃণমূলের মহিলা কর্মীরা ট্রাকওয়ালেদের হাতে জল তুলে দিচ্ছেন। জলের সঙ্গে দেওয়া হচ্ছে বাতাসা ও ভেজানো ছোলা। তৃণমূলের পতাকার ছাপ দেওয়া ছাতাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রবল দাবদাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুল পড়ুয়াদের কথা চিন্তা করে ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন।
Comments are closed.