বয়স পেরিয়েছে ৫০, পেট চালাতে রোজ সকাল থেকে সন্ধ্যা ভ্যান চালান এই মহিলা

স্বামী ছেড়ে চলে গিয়েছেন বছর কুড়ি আগে। কিন্তু পিছিয়ে থাকেননি তিনি। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ছেলেদের মুখে খাবার তুলে দিয়েছেন। দিন কেটেছে। বয়স এখন ৫০ এর ওপর। কিন্তু থেমে থাকেননি। নিজেই ভ্যান চালিয়ে পাড়ায় পাড়ায় ফল বিক্রি করেন বনগাঁর জলাপাড়ার বছর বাহান্নর অনিমা বিশ্বাস।

পাইকারে দামে ফল কিনতে সকালে সাত কিলোমিটার ভ্যান চালিয়ে যান। এরপর সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় চলে বিক্রি। বড় ছেলের বয়স তখন ৬ আর ছোট ছেলে সবে ৩। স্বামী  হঠাৎ মারা যান। ঠিকা শ্রমিক হিসেবে অন্যের জমিতে কাজ শুরু করেন অনিমা বিশ্বাস। কিন্তু তাতেও সংসার চালানো যাচ্ছিল না। রান্নার কাজ নিয়ে চলে যান মুম্বই। কিন্তু ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ফের নিজের গ্রামে চলে এসে ঠিকা শ্রমিকের কাজ শুরু করেন। এরপর কষ্ট করে কিনে ফেলেন একটি ভ্যান। ওই ভ্যানেই শুরু করেন ফল বিক্রি।
এই গরমে একটানা ভ্যান চালানো সম্ভব হয়না। মাঝপথে ছায়া দেখলেই একটু বিশ্রাম নেন। শনিবার বসে পড়েন বনগাঁ হাসপাতাল চত্ত্বরে। কিন্তু সেখান থেকে তাঁকে উঠিয়ে দেন অন্য বিক্রেতারা। রোজ দীর্ঘপথ ভ্যান চালিয়ে পায়ে কড়া পড়ে গিয়েছে। তবুও থেমে থাকলে চলবে না। যতদিন প্যাডেল চলবে, ততদিন চলবে আমার পেট, জানিয়েছেন অনিমা বিশ্বাস।

Comments are closed.