বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চ্যকর ট্যুইট কুণালের
অমিত শাহের সফর চলাকালীনই কাশীপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, সফর সূচি বদল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসতে পারেন কাশীপুরে। এর মধ্যেই বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার মৃত্যু ঘিরে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটে তিনি প্রশ্ন তুলেছেন, শাহের সফরে ইস্যু তৈরির জন্য বিজেপিই-এর কেউ এই ঘটনার পেছনে জড়িত নন তো?
ট্যুইটে কুণাল ঘোষ লিখেছেন, ‘তান্ত্রিকদের নরবলির মত। আত্নহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে নাটক করার সুযোগও থাকছে’ সেই সঙ্গে বিজেপিকে তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, ‘জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে?’
তান্ত্রিকদের নরবলির মত।
আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা?
তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে।ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো?
জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে?
তদন্ত চলুক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 6, 2022
এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ দাবি করেন, গত পুরসভা নির্বাচনে অর্জুন চৌরাশিয়া তৃণমূলের হয়ে কাজ করেছিলেন। যদিও অতীন ঘোষের দাবি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।
Comments are closed.