নিরলস সাহিত্য চর্চার জন্য বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর লেখা ‘কবিতা বিতান’ বইয়ের জন্য মমতা ব্যানার্জিকে বাংলা অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হল।

সোমবার ২৫ বৈশাখের দিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজিত রবি প্রণাম অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়। তবে নিজে হাতে এই পুরস্কার গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হয়ে এই পুরস্কার নেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী পুরস্কারের কথা ঘোষণা করার সময় মাঝপথে তাঁকে থামিয়ে দেন তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন ব্রাত্য বসু। ইন্দ্রনীল সেনই শিক্ষামন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ওই পুরস্কার তুলে দেন।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা অ্যাকাডেমি। প্রারম্ভিক বর্ষে বাংলার সমস্ত সাহিত্যিকদের মতামত নিয়ে এই পুরস্কার দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

Comments are closed.