নয়া নজির গড়লো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফের দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা স্থানে উঠে এল রাজ্যের এই শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘নেচার ইনডেক্সে’ প্রথম স্থান পেল যাদবপুর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি করে এই সম্মান প্রাপ্তির কথা জানানো হয়েছে।
কী এই ‘নেচার ইনডেক্সে’? প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রের সংখ্যা এবং গবেষণার সঙ্গে যত জন গবেষক যুক্ত রয়েছেন সেই তালিকার ভিত্তিতে নেচার ইনডেক্স নির্ধারিত হয়। গবেষণাপত্রের সংখ্যা বা গবেষকের সংখ্যা বেশি হওয়ার মানে গবেষণার সঙ্গে ওই প্রতিষ্ঠানের যোগদান আরও বেশি। এই তালিকা প্রকাশ করে বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘নেচার’। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত ৮২ টি প্রথম সারির জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে এই শিরোপা দেওয়া হয়েছে।
নেচার ইনডেক্সে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে, এই সম্মান তারই প্রমাণ। সেই সঙ্গে তাঁর সংযোজন, গবেষণা খাতে কেন্দ্রের তরফ থেকে আমাদের জন্য বরাদ্দ টাকার পরিমাণ যদি আরও কিছুটা বাড়ানো হত, তাহলে আমরা গবেষণার কাজ আরও ভালোভাবে করতে পারতাম।
Comments are closed.