রাজ্যের WBCS অফিসারদের প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার টাউন হলের উদ্বোধনের পর WBCS অফিসারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই আমলাদের জন্য একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে তাঁর মন্তব্য, আমলারাই সরকারের আসল মুখ।
WBCS-দের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর জের আইএএস অফিসারদের সঙ্গে WBCS অফিসারদের আর ভাতার পার্থক্য থাকবে না বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগে WBCS অফিসারদের বিশেষ ভাতা ছিল নূন্যতম ১২০০ টাকা, এদিন মুখ্যমন্ত্রী জানান, তা বাড়িয়ে ৩০০০ হাজার টাকা করা হয়েছে। সেই সঙ্গে যে অফিসারদের বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গিয়েছে তাঁদের জন্য ১০ হাজার টাকা বিশেষ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন অফিসারদের কাজের প্রশংসা করে মমতা ব্যানার্জি বলেন, কোভিড কালে রাজ্যের আমলারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। বীরভূম, পূর্ব মেদনীপুর এবং পুরুলিয়ার ডিএম-দের কাজের প্রশংসা করেন মমতা ব্যানার্জি।
Comments are closed.