শনিবারও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়, ভিজবে উত্তরও 

শনিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে আগামী আরও চারদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনটাই জানানো হয়েছে। 

শুক্রবারও দক্ষিণবঙ্গের কিছু জেলা ভিজেছে। কলকাতা সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লেও দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও স্বস্তিকর নয়। বাতাসে অদ্রতার পরিমাণ বেশি রয়েছে। হওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। ১৬ মে পর থেকে জেলার সংখ্যা আরও বাড়বে বলেই জানা গিয়েছে। 

উল্লেখ্য শুক্রবারই হওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় অশিনির প্রভাবে এবারে রাজ্যে কিছুদিন আগেই বর্ষা আসবে। পরিস্থিতি অনুকূল থাকায় আগামী ১৫ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে পৌঁছবে। যার জেরে ২২ মে মধ্যে আমাদের রাজ্যে বর্ষা ঢুকতে চলছে। 

Comments are closed.