তৃণমূলের ক্ষমতায় আসায় ১১ বছর পূর্তি উপলক্ষ্যে বেহালায় অভিনন্দন মিছিল ঘাসফুল শিবিরের। মিছিলের কিছুক্ষণ আগেই শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি একটি ফেবসুক পোস্ট করে লেখেন, “অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন অবিলম্বে এই ধরনের পোস্টগুলো সরিয়ে ফেলুন মা মাটি মানুষ সরকারের উন্নয়নের 11 বছর এর সমর্থনে মিছিল কিন্তু অন্য কোন বিষয় যেন না আসে আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে সেই আবেদন জানালাম”।
পার্থ চ্যাটার্জিকে সিবিআই জিজ্ঞাসাবাদের প্রতিবাদ জানিয়ে বেহালায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। বৃহস্পতিবার এরকমই একটি পোস্ট ফেসবুক ছড়িয়ে পড়ে। তারই উত্তরে পার্থ চ্যাটার্জি ফেবসুক পোস্ট করেন। প্রসঙ্গত এদিন হাইকোর্টে রক্ষাকবচ খারিজ হয়েছে শিল্পমন্ত্রীর। আর বিকেলেই তৃণমূলের মিছিল হওয়ায় বাড়তি নজর রয়েছে সব পক্ষের। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও মিছিলে অংশগ্রহণ করেননি পার্থ চ্যাটার্জি।
মমতা সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন বেহালার অজন্তা সিনেমা থেকে সখের বাজার পর্যন্ত মিছিল করে বেহালার তৃণমূল নেতা কর্মীরা।
Comments are closed.