২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে

২৭ মে শুক্রবার বিকেল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে পর্যন্ত বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইনের কাজ চলছে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখা পর্যন্ত চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে পূর্ব রেল।

২৭ মে ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়া যাওয়ার শেষ ইএমইউ লোকালগুলি হাওড়া থেকে দুপুর ১.‌৩৩, দুপুর ১২.‌৩০ এবং বেলা ১২.‌১০ মিনিটে ছাড়বে। অন্যদিকে হাওড়া আসার জন্য শেষ ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ১২.‌৫৫, সকাল ১০.‌২০ এবং দুপুর ২.‌১২ মিনিটে ছাড়বে।

কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলে আসার জন্য শেষ ইএমইউ লোকাল সকাল ১১.‌১০ এবং দুপুর ১.‌৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে কাটোয়া ও নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে শেষ ট্রেন যথাক্রমে দুপুর ১২.‌৩৫ এবং ১২.‌৫২ মিনিটে ছাড়বে।

৩০ মে ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম লোকাল ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়বে দুপুর ৩.১০ মিনিটে। ৩০ মে বর্ধমান যাওয়ার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম বর্ধমান লোকাল ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। অন্যদিকে ৩০ মে কাটোয়া আসার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। হাওড়া যাওয়ার জন্য প্রথম কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ২.৪৫ মিনিটে।

অন্যদিকে পূর্ব রেল সূত্রে খবর, ২৮ ও ২৯ মে বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন।

Comments are closed.