টানা ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন পরেশ অধিকারী, রবিবার ফের তলব?  

টানা ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরোলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এনিয়ে পর পর তিন দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন পরেশ অধিকারী। শুক্রবার দীর্ঘ ৯ ঘন্টা তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবারই তাঁকে ফের তলব করা হয়েছিল। সূত্রের খবর রবিবারও পরেশ অধিকারীকে তলব করতে পারে  সিবিআই। যদিও এ নিয়ে সিবিআইয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

সূত্রের খবর, মূলত মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা রয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে এদিন গোয়েন্দারা আরও জানাতে চান, মেয়ের নিয়োগের ক্ষেত্রে কোনও প্ৰভাৱশালীকে ফোন করে কিছু বলেছিলেন কিনা। শুক্রবার তার কাছে কিছু নথিও চেয়েছিল গোয়েন্দারা। জানা গিয়েছে, এদিন তিনি তা জমা দিয়েছেন। পরেশ অধিকারীর ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এদিন তাঁর জিজ্ঞাসাবাদ চলাকালীনই সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টার পদমর্যাদার এক অফিসার এবং কয়েকজন উচ্চ পদস্থ অফিসার নিজাম প্যালেসে আসেন। তার ঘন্টা দেড়েক পরেই শিক্ষা প্রতিমন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ৪১ মাসের বেতনও তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ।   

Comments are closed.