কালবৈশাখীর প্রভাব বিমান চলাচলে, যাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা বিমান পরিবহণ সংস্থার

তীব্র দাবদাহে পুড়তে থাকা দিল্লিতে স্বস্তি। সকালেই কালবৈশাখী রাজধানীতে। প্রবল ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। বাতিল জোড়ক হয়েছে একাধিক বিমান। একাধিক বিমান ঘুরপথে চালানো হচ্ছে।

বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা যেন নিজেদের বিমানের সময় দেখে নেন। কারন একাধিক বিমানের সময় বদল করা হয়েছে। সোমবার সকালে দিল্লিতে প্রবল ঝড়বৃষ্টির ফলে বাতিল হয়েছে একাধিক বিমান।

শুধু দিল্লি নয়, আশেপাশের এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহের শুরুর দিনেই সকালে প্রায় ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখির তাণ্ডবে লন্ডভন্ড রাজধানী।

Comments are closed.