দীর্ঘ ১০ বছর পর GTA নির্বাচন হতে চলেছে পাহাড়ে। সম্প্রতি পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, তিনি চান যত দ্রুত সম্ভব জিটিএ নির্বাচন শেষ হোক। মঙ্গলবার জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। আগামী ২৬ জুন হবে জিটিএ নির্বাচন। ভোট গণনা ও ফল প্রকাশ ২৯ জুন। সেই সঙ্গে আগামী ২৭ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
দার্জিলিং-এর জেলা শাসক তথা জিটিএ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এস পুণ্যবালাম মঙ্গলবার নিজের দফতরে পাহাড়ের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শেষে নির্বাচনের দিন ঘোষণা করা হয়। জানান, ২৭ মে সরকারি ভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপর ৭ দিনের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে।
যদিও জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের হুঁশিয়ারি, পাহাড়ে স্থায়ী সমাধান না করে সরকার নির্বাচনের পথে হাঁটলে তারা অনশনে বসবে। এদিন বিজেপিও ভোটের বিরোধিতা করে সর্বদলীয় বৈঠক বয়কট করেছে।
Comments are closed.