ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৬ বাসিন্দার, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

ঘুরতে গিয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার কমপক্ষে ৬ বাসিন্দার। শোকপ্রকাশ করে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার পরপর তিনটি টুইট করেন তিনি। লেখেন, খুব দুঃখজনক ঘটনা। ভাইজ্যাগ যাওয়ার পথে ওড়িশার গঞ্জাম জেলায় আমাদের বাংলার বাসিন্দা ৬ জন একটি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক।

বাংলার প্রশাসন মৃতদের দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করছে। আহতদের চিকিৎসা এবং তাদের ফিরে আসার জন্য ওড়িশার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছে। প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা দফতর ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল ওড়িশায় পৌঁছে গিয়েছে বলে আরেকটি টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দুর্ঘটনায় ৪ মহিলা সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। মৃতদের সবাই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোর রাতে ওই বাসটি ওডিশার গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। বাসটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন।

Comments are closed.