এবার বাংলাদেশের সঙ্গে ভারতের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হতে চলেছে। আগামী ২৫ জুন চালু হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আপাতত ট্রেন দিয়ে গাড়ি চলাচল করবে। ভবিষ্যতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল কবরে।
এই বিষয়ে বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, সেতু দিয়ে ট্রেন চলাচল করতে আরও দু’বছর লেগে যাবে। তবে ট্রেন চালু হলে ৪ ঘন্টার মধ্যে ভারত পৌঁছে যাওয়া যাবে। যেটা এখন সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। পদ্মা নদীর ওপরে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। সেতু উদ্বোধন হলে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এই সেতু চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসায়ীরাও উপকৃত হবে। টোলে বাসের জন্য লাগবে ২ হাজার টাকা আর ছোট বাসের জন্য লাগবে ১, ৪০০ টাকা। এখন এক দিক থেকে অন্যদিকে এখন ফেরি দিয়ে যেতে হয়। এতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু পদ্মা সেতু চালু হলে সাতক্ষীরার ভোমরা হয়ে ঢাকা পৌঁছাতে ৫ থেকে ৬ ঘন্টা লাগবে।
Comments are closed.