এবার ময়দান স্টেশনে নেমে ভিক্টোরিয়া পর্যন্ত হাঁটতে হবে না। ভিক্টোরিয়ার গেটের সামনে তৈরি হচ্ছে মেট্রো স্টেশন। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। যার ফলে স্বাভাবিক ভাবেই কিছুটা পরিশ্রম কোমল ভিক্টোরিয়া দেখতে আসা দর্শনার্থীদের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কমিটির ছাড়পত্র ইতিমধ্যেই জমা পড়েছে। যত দ্রুত সম্ভব স্টেশন তৈরির কাজ শুরু হবে।
জোকা বিবাদী বাগ মেট্রো তৈরি হওয়ার সময় যে স্টেশনগুলোর নাম প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ভিক্টোরিয়ার মেট্রো রেল স্টেশন। এতদিন রবীন্দ্রসদন বা ময়দানে নেমেই কিছুটা হেঁটে ভিক্টরিয়া যেতে হত। কিন্তু স্টেশন তৈরির জেরে ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি হতে পারে, এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণেই ২০১৬ সালে বিশেষজ্ঞদের একটি কমিটি তৈরি করা হয়েছিল। যাদের মতামতের ওপর ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের ভবিষ্যৎ নির্ভর করছিল। ওই কমিটিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং খড়গপুর আইএইটির গবেষকেরা ছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি কমিটির তরফে কৃত্রিম ভাবে কম্পন তৈরি করে গবেষকেরা বুঝতে চাইছিলেন মেট্রোর কাজে খোঁড়াখুঁড়ি করলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনও ক্ষতি হবে কিনা। জানা গিয়েছে, সেই রিপোর্ট ইতিবাচক এসেছে। রিপোর্টে বলা হয়েছে মেট্রোর কাজ কোনও ভাবে ঐতিহ্যবাহী স্থাপত্যের ক্ষতি করবে না।
শুক্রবার ভিক্টোরিয়ার স্ট্রেটি বোর্ডের তরফে সেই রিপোর্ট মেট্রো রেলকে জমা দেওয়া হয়েছে। বোর্ডের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই স্টেশন তৈরির পরিকল্পনা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Comments are closed.